মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশু আইসিইউতে
মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষের সময় ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে কয়েকজন বাংলাদেশি শিশু আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজন। রোববার (১০ জানুয়ারি) সকাল ৯টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের টেকনাফ উপজেলার হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুত্বর আহত শিশু আফনান আরাকে (১১) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে আইসিইউতে ভর্তি করেন।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বলেন, শিশুটি গুলিবিদ্ধ হয়েছে। প্রথমে মারা যাওয়ার কথা শোনা গেলেও তা সঠিক নয়।
আফনান একই এলাকার জসিম উদ্দিনের মেয়ে। তবে ঘটনায় অন্যান্য আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়দের বরাতে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন চন্দ্র রুদ্র বলেন, রোববার সকালে টেকনাফে হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় সীমান্তের ওপারে মিয়ানমার অভ্যন্তরে তীব্র সংঘাতের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের মধ্যে অন্তত এক ঘণ্টাব্যাপী গোলাগুলি হয়। একপর্যায়ে একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা সীমান্তের শূন্যরেখার দিকে পিছু হটে অবস্থান নেয়। এতে সকাল ৯টার দিকে আবারও উভয়পক্ষের মধ্যে তীব্র সংঘাতের ঘটনা ঘটে। এ সময় মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলি সীমান্তের বাংলাদেশি এক বসত ঘরে আঘাত হানে। এতে বাংলাদেশি এক শিশু গুলিবিদ্ধ হয়।
খোকন চন্দ্র আরও বলেন, এ ঘটনার খবর শুনে পুলিশ, র্যাব, বিজিবি ও এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনার পর শিশু আফনানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে। বিক্ষুব্ধ জনতা তেচ্ছিব্রিজ অংশে কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তবে দুপুরের দিকে শিশুটি জীবিত থাকার খবর পৌঁছালে স্থানীয়রা শান্ত হন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, সীমান্তের ওপারে গোলাগুলির ঘটনার বিষয়ে বিজিবিসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি ইউনিয়ন পরিষদের মাধ্যমে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে সতর্ক করা হচ্ছে।
সংশোধনী: প্রথমে সকালে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই খোকন চন্দ্র রুদ্র গণমাধ্যমকে জানিয়েছিলেন, গুলিতে শিশুর মৃত্যু হয়েছে। পরে দুপুরে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জানান, শিশুটি গুলিবিদ্ধ হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে