প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন তিন বাহিনীর প্রধান
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌ বাহিনীর প্রধানরা 'গুরুত্বপূর্ণ বৈঠক' করেছেন।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের বরাতে জানা যায়, বৈঠকটি শনিবার রাত ৮টা ২০মিনিটে শেষ হয়েছে এবং ইতোমধ্যে তারা যমুনা ত্যাগ করেছেন।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি নিশ্চিত করেন যে, ড. ইউনূস এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের মধ্যে এই বৈঠকটি সন্ধ্যায় শুরু হয়।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, এটি প্রধান উপদেষ্টা আহ্বান করেননি। তিন বাহিনীর প্রধানরা নিজেরা আলোচনা করে প্রধান উপদেষ্টার কাছে যান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে