‘মব’ শব্দ ব্যবহারে সতর্ক থাকতে বললেন চিফ প্রসিকিউটর তাজুল
‘মব’ শব্দ ব্যবহারে সতর্ক থাকতে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শুক্রবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন’ শীর্ষক নীতি সংলাপে তিনি এ কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, ‘মব’ শব্দটি ব্যবহারে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটি মানসিকতা কাজ করে, তাই এই শব্দ ব্যবহারে সচেতন হওয়া প্রয়োজন।
সংলাপে বিচার বিভাগের স্বাধীনতা, সামাজিক এবং রাজনৈতিক চাপসহ ‘মব’ বিষয়টি প্রধান আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। তাজুল বলেন, গণভবনের পতনের আন্দোলন ও অপরাধমূলক কার্যকলাপকে একসঙ্গে মিশিয়ে দেখা যাবে না। গণভবনের বিপ্লবের অর্জনের সঙ্গে ‘মব’ শব্দটি বারবার ব্যবহার করে বিপ্লবীদের প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হলে সেটি সংযত হওয়া উচিত।
তার বক্তব্যের পর বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ এই মন্তব্যকে রাজনৈতিক থ্রেট হিসেবে উল্লেখ করেন। বিএনপি নেত্রী নিলুফার চৌধুরীও তাজুলের বক্তব্যের সমালোচনা করেন।
সংলাপে অন্যান্য বক্তারা বলেন, বর্তমানে ‘মবোক্রেসি’ রুল করছে, সোশ্যাল মিডিয়ায় ট্রায়াল হচ্ছে এবং বাস্তবিকভাবে আইনের শাসন যথেষ্ট কার্যকর হচ্ছে না।
জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘মব’ এখন সরকারকে, নির্বাচন কমিশনকে এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রভাব ফেলছে।
সংলাপের সঞ্চালক জিল্লুর রহমান বলেন, সরকারের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি মবকে প্রেশার গ্রুপ হিসেবে দেখলেও সম্প্রতি তাদের বক্তব্য পরিবর্তিত হয়েছে। এ কারণে সম্ভাব্য ঘটনা বা দুর্ঘটনার জন্য সতর্ক থাকা উচিত।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে