Views Bangladesh Logo

পাকিস্তান নৌবাহিনী প্রধান তিনদিনের সফরে বাংলাদেশে

 VB  Desk

ভিবি ডেস্ক

তিন দিনের সরকারি সফরে পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ বাংলাদেশে এসেছেন। রোববার (৯ নভেম্বর) তিনি বনানীর নৌবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উভয় নৌবাহিনী প্রধান পারস্পরিক কুশলাদি বিনিময় করেন এবং দুই দেশের নৌবাহিনীর পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। এছাড়া তারা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ প্রকাশ করেন।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, সাক্ষাৎকালে পাকিস্তান নৌবাহিনীর প্রতিনিধি দল, পাকিস্তান হাইকমিশনার, ডিফেন্স অ্যাটাশে ও অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। এর আগে পাকিস্তান নৌবাহিনী প্রধান মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সফরের অংশ হিসেবে পাকিস্তান নৌবাহিনী জাহাজ ‘পিএনএস সাইফ’ চট্টগ্রামে আসে। জাহাজের অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তারা বাংলাদেশ নেভাল একাডেমি, নৌবাহিনী ঘাঁটি এবং চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও জাহাজ পরিদর্শন করবেন, যার মাধ্যমে উভয় দেশের নৌসদস্যরা পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় করতে পারবেন।

সফরের শেষ পর্যায়ে পাকিস্তান নৌবাহিনী প্রধান ও জাহাজ ১২ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ