রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির দীর্ঘ ও গৌরবোজ্জ্বল কর্মজীবনের প্রশংসা করেন। তিনি বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণে নেওয়া বিভিন্ন উদ্যোগ, পেশাদারিত্ব, নিষ্ঠা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন।
রাষ্ট্রপতি বলেন, সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে বর্তমান প্রধান বিচারপতির অনুসৃত পথ আগামী দিনে দেশের বিচার ব্যবস্থার জন্য দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।
উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরে যাচ্ছেন ড. সৈয়দ রেফাত আহমেদ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে