গুলশানে প্রধান বিচারপতি-সেনাপ্রধান বৈঠক
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সাথে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রাজধানীর গুলশানে প্রধান বিচারপতির বাসভবনে রোববার (৩১ আগস্ট) সন্ধ্যার এই বৈঠকের উদ্দেশ্য ও বিষয়বস্তু এখনও প্রকাশ করা হয়নি।
প্রায় একই সময়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে পৃথক বৈঠক করেন সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান।
এই বৈঠকের কারণ বা আলোচিত বিষয়গুলো সম্পর্কেও কোনো আনুষ্ঠানিক বিবরণ প্রকাশ করা হয়নি।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে সরাসরি কাজ করা সশস্ত্র বাহিনী বিভাগ সশস্ত্র বাহিনীর তিনটি শাখার কার্যক্রম সমন্বয় করে। এই বিভাগের পিএসও প্রতিরক্ষা সমন্বয় ও প্রশাসন সম্পর্কিত নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব তদারকি করেন।
উচ্চ-স্তরের এসব বৈঠকের প্রকৃতি সম্পর্কে কিছু জানাননি কর্মকর্তারা। ফলে বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা প্রেক্ষাপটে এর তাৎপর্য নিয়ে পর্যবেক্ষকদের অনুমান করতে হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে