Views Bangladesh Logo

ডিসেম্বরে মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্নের নির্দেশ প্রধান উপদেষ্টার

 VB  Desk

ভিবি ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিসেম্বরের মধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (৯ জুলাই) রাত ৮টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, 'নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে, সে বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ডিসেম্বরের মধ্যেই এ প্রস্তুতি শেষ করতে হবে।'

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, যিনি জানান, নির্বাচনকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি আনুষঙ্গিক নানা কাজও চলছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে নতুন সদস্য নিয়োগ।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, 'পুলিশ, বিজিবি, কোস্টগার্ডসহ বিভিন্ন বাহিনীতে ১৭ হাজার নতুন সদস্য নিয়োগ দেওয়া হচ্ছে। এদের প্রশিক্ষণ এবং মোতায়েন সংক্রান্ত প্রস্তুতিও ডিসেম্বরের আগেই শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।'

তিনি আরও বলেন, 'নির্বাচন যতই ঘনিয়ে আসে, ততই নানা ষড়যন্ত্র ও সহিংসতা মাথাচাড়া দিয়ে ওঠে। প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন, এসব মোকাবেলায় যেন তারা কঠোরভাবে ও পেশাদারভাবে আইন প্রয়োগ করে।'

উল্লেখ্য, সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত অগ্রগতির হালনাগাদ জানাতে। আগামী নির্বাচনে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ