Views Bangladesh Logo

ডাকঘরগুলোকে কমিউনিটি-ভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার

 VB  Desk

ভিবি ডেস্ক

ডাকঘরগুলোকে কমিউনিটি-ভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলে সেখানে ই-কমার্স সহায়তা, ডিজিটাল আর্থিক পরিষেবা, ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য পরিবহন ও বিপণন, এবং কৃষক ও প্রান্তিক জনগণের জন্য তথ্য বিনিময়ের মতো বহুমুখী সুবিধা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

‘বিশ্ব ডাক দিবস’ এর বাণীতে বুধবার (৮ অক্টোবর) ডাক বিভাগকে অভিনন্দনও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও দিবসটি যথাযথ গুরুত্ব ও মর্যাদায় উদযাপিত হবে।

প্রফেসর ড. ইউনুস বলেন, ‌‌ডাক বিভাগ কেবল সরকারি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান নয়, এটি আমাদের সমাজের অন্যতম প্রাচীন ও বিশ্বস্ত সামাজিক প্রতিষ্ঠানও বটে। বিস্তৃত নেটওয়ার্কে ডাকঘর সমাজের সর্বশেষ প্রান্তিক মানুষটির কাছেও পৌঁছানোর ক্ষমতা রাখে। বর্তমান প্রেক্ষাপটে, ডাকঘরগুলোকে শুধুই বার্তা আদান-প্রদানের কেন্দ্র হিসেবে সীমিত না রেখে উন্নয়ন ও অর্থনৈতিক অন্তর্ভুক্তির কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে রূপান্তর প্রয়োজন।

অন্তর্বর্তী সরকার ডাক বিভাগকে সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রমের মূলস্রোতে অন্তর্ভুক্ত ও যুগোপযোগী করতে কাজ করছে। কেবল সেবা প্রদানে সীমাবদ্ধ না থেকে এটি স্থানীয় অর্থনীতির কার্যকর ওয়ান স্টপ সেন্টার হবে বলেও বাণীতে আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা।

পরিবর্তনের এই অগ্রযাত্রায় ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ দেশবাসীর সহযোগিতাও প্রত্যাশা করেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ