Views Bangladesh Logo

খালেদা জিয়ার মৃত্যুতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক, যোগ দিচ্ছেন মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর খবরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা।

সেখানে বেগম জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করাসহ বেশকিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রধান উপদেষ্টার বরাত দিয়ে মঙ্গলবার সকালে একথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

"নেত্রীর মৃত্যুর খবর জানার পর সকালে ফোন করে তিনি শোক জানিয়েছেন। রাষ্ট্রীয় মর্যাদায় দাফনসহ বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সকালে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে বলে উনি জানিয়েছেন। তারা নিজেরা আলোচনা করার পর বিএনপির সঙ্গে কথা বলে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে," বলেন মির্জা ফখরুল।

এবৈঠকে যোগ দিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আহ্বানে সাড়া দিয়ে তিনি কেবিনেট মিটিংয়ে যোগ দিতে যাচ্ছেন বলে জানিয়েছে বিএনপির প্রেস উইং।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ