জাকসু নির্বাচনে ভোট দিলেন ছাত্রদলের ভিপি প্রার্থী সাদী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মো. শেখ সাদী হাসান ভোট প্রদান করেছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে তিনি বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে লাইনে দাঁড়িয়ে ভোট দেন।
প্রথমে সামনে দাঁড়িয়ে থাকা ভোটারদের অনুমতি নিয়ে একজন পোলিং অফিসার সাদীকে ভোট কেন্দ্রে নিয়ে যান। ব্যালট সংগ্রহের পর সকাল ১০টা ১ মিনিটে তিনি ভোট প্রদান সম্পন্ন করেন।
ভোট প্রদানের আগে সাদী বলেন, ভোট দেওয়ার জন্য আমরা কেন্দ্রের এবং হলের প্রার্থীদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে আছি। আশা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রদলের প্যানেলকে সমর্থন দেবেন।
তিনি অভিযোগ করেন, গতকাল (বুধবার) রাত থেকে ছাত্রশিবির এবং ঘুমন্ত ছাত্রলীগের নেতাকর্মীরা ভোটে কারচুপি করার চেষ্টা করছেন। এখন পর্যন্ত ভোট সুষ্ঠু হলেও আমরা শঙ্কিত। কারণ গতকাল রাত থেকে যে আয়োজন হয়েছে, তা ভোট ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে পারে।
ভোট দেওয়ার পর সাদী বলেন, দীর্ঘ ৩৩ বছর পরে জাকসু নির্বাচন হচ্ছে। জেনারেল ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তবে ছাত্রশিবির ও নিষিদ্ধ ছাত্রলীগের গুপ্ত প্রার্থীদের সুবিধা দেওয়ার চেষ্টা হয়েছে। ভোট গণনার জন্য যে মেশিন আনা হয়েছে, তা একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের সহায়তাপুষ্ট কোম্পানি থেকে এসেছে। আমরা এ বিষয়ে লিখিত অভিযোগ করেছি এবং চাই ভোট ম্যানুয়ালি গণনা করা হোক।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোটের পরিবেশ নষ্ট করার পায়তারা করা হচ্ছে। ডাকসু নির্বাচনের সময়ও তাদের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল, যা শিক্ষার্থীরা গ্রহণ করবে না।
অতিরিক্ত ১০ শতাংশ ব্যালট ছাপানোর বিষয়েও তিনি বলেন, প্রশাসন কোনো একটি গোষ্ঠীকে সুবিধা দিতে এটি করেছে। কোনো ধরনের অসঙ্গতি দেখলে শিক্ষার্থীরা প্রতিরোধ করবে। আমরা আশা করি শিক্ষার্থীরা দেশের স্বার্থে ছাত্রদলকে বেছে নেবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে