Views Bangladesh Logo

রাকসু কার্যালয়ে ছাত্রদলের দেয়া তালা ভেঙে শিক্ষার্থীদের প্রবেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) কোষাধ্যক্ষের কার্যালয়ে শাখা ছাত্রদলের দেয়া তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। রোববার (৩১ আগস্ট) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে সকালে নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে রাবি ছাত্রদল কোষাধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর চালিয়ে ফটকে তালা ঝুলিয়ে দেয়। এতে রাকসুর মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা থেকে ছাত্রদল অবস্থান নেয় এবং সাড়ে ১০টার দিকে সংগঠনটির সভাপতি সুলতান আহমেদ রাহীর নেতৃত্বে ভেতরে ঢুকে একটি চেয়ার ভাঙে, একটি টেবিল উল্টে দেয় এবং কার্যক্রম বন্ধ করে দেয়।

তবে অভিযোগ অস্বীকার করে রাহী বলেন, 'আমরা কোনো ভাঙচুর করিনি। শুধু টেবিল সরানো হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান চলবে।'

পরে দুপুরে সাধারণ শিক্ষার্থীরা তালা ভেঙে প্রবেশ করে ‘আদু ভাই, আদু ভাই’, ‘শিক্ষা-সন্ত্রাস একসঙ্গে চলে না’, ‘রাজাকার-স্বৈরাচার মিলে মিশে একাকার’সহ নানা স্লোগান দেন। এ সময় ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা গেটের দুই পাশে অবস্থান নেন।

ধাক্কাধাক্কির ঘটনায় অন্তত তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন। এদিকে ছাত্রদলের কর্মসূচিতে বহিরাগতদের অংশ নেয়ার অভিযোগও উঠেছে।

রাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, 'তফসিল ঘোষণার সময় প্রথম বর্ষের শিক্ষার্থীরা ভর্তি হয়নি। তাই এবার তাদের ভোটার করা সম্ভব নয়। আগামী নির্বাচনে তারা ভোটাধিকার পাবেন।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ