Views Bangladesh Logo

হাজারবার জয় বাংলা স্লোগান দেব: ছাত্রদল নেতা

কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপির নির্বাচনীসমাবেশে আবির আব্দুল্লাহ চৌধুরী নামে এক ছাত্রদল নেতা ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ৯ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হওয়ায় জেলাজুড়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে চৌদ্দগ্রাম এইচ জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে আবির আব্দুল্লাহ চৌধুরী বক্তব্য দিতে গিয়ে একাধিকবার ‘জয় বাংলা’ স্লোগান দেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তারেক মঞ্চে আসার আগেই আবির তার বক্তব্যে স্লোগান দিতে শুরু করেন।

আবির আব্দুল্লাহ চৌধুরী চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক। তিনি জগন্নাথ দিঘী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ চৌধুরী পাশার ছেলে। তার বাবা চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির বর্তমান সভাপতি।

ভিডিওতে আবিরকে বলতে শোনা যায়, ‘আজকে এই মঞ্চ থেকে আমার যদি মৃত্যুও হয়, আমি এই মঞ্চ থেকে হাজারবার বলব—জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।’

এ বিষয়ে আবির গণমাধ্যমকে বলেন, ‘জয় বাংলা কোনো দলের স্লোগান নয়, এটি আমাদের স্বাধীনতার স্লোগান। এর বাইরে কিছু না। স্বাধীনতাবিরোধী শক্তি আমার বিরুদ্ধে লেগেছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই চৌদ্দগ্রামসহ কুমিল্লা জেলাজুড়ে নেটিজেনরা নানান মন্তব্য করছেন। কেউ এটি স্বাধীনতার প্রতি শ্রদ্ধা হিসেবে দেখছেন, আবার কেউ রাজনৈতিক বিতর্কের সঙ্গেও যুক্ত করছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ