Views Bangladesh Logo

দুর্গাপূজার পর রাকসু নির্বাচন দাবি করেছে ছাত্রদল

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং বিশ্ববিদ্যালয় সিনেট নির্বাচন দুর্গাপূজার ছুটির পর আয়োজন করার দাবি জানিয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি এবং রাকসু নির্বাচনে সহ-সভাপতি পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবীর সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য দেন।

আবীর বলেন, 'আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দৃঢ়ভাবে বিশ্বাসী। তবে ৪৮ ঘণ্টা আগেও যে প্রাণবন্ত নির্বাচনী পরিবেশ ছিল, তা এখন আর নেই। অধিকাংশ শিক্ষার্থী ইতোমধ্যে পূজার ছুটিতে ক্যাম্পাস ছেড়ে চলে গেছেন, ফলে ভোটার উপস্থিতি এখন অত্যন্ত কম।'

ছাত্রদল নেতারা আশঙ্কা প্রকাশ করেন, বর্তমান পরিস্থিতি নির্বাচনের সুষ্ঠুতা ও বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আবীর বলেন, 'আমরা চাই সর্বাধিক ভোটার উপস্থিতির মাধ্যমে অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন।'

তিনি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনকে ভোটের সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানান। আবীর বলেন, 'যদি কমিশন সত্যিই শিক্ষার্থীদের উপস্থিতি ও আগ্রহকে গুরুত্ব দেয়, তবে তাদের উচিত বর্তমান ছাত্রসমাজের অনুভূতি বোঝার চেষ্টা করা। দুর্গাপূজার পর নির্বাচন আয়োজন করা আরও যৌক্তিক হবে।'

উল্লেখ্য, বিদ্যমান সূচি অনুযায়ী রাকসু নির্বাচন আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ