Views Bangladesh Logo

চবিতে বিজয় দিবসের অনুষ্ঠানে অধ্যাপক শামীম, ছাত্রদলের বর্জন

হান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আয়োজিত আলোচনা সভায় উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খানের উপস্থিতিকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা মঞ্চে উঠে অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জারুলতলায় আলোচনা সভা শুরু হলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় কিছুটা উত্তেজনা দেখা দিলেও পরে অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে শেষ হয়।

মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে অধ্যাপক শামীম উদ্দিন খানের পদত্যাগের দাবি জানিয়ে আসছে ছাত্রদলসহ বিভিন্ন ছাত্র সংগঠন। গত রোববার শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে তিনি বলেছিলেন, পাকিস্তানি বাহিনী বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে—এ কথা ‘অবান্তর’। এই মন্তব্যের প্রতিবাদে সোমবার ‘সর্বদলীয় ছাত্র ঐক্য’-এর ব্যানারে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন। পরে বিজয় দিবসের কারণে কর্মসূচি শিথিল করা হয়।

মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক ভাস্কর্যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর স্মারক ভাস্কর্য চত্বর থেকে একটি বিজয় মিছিল বের হয়ে অগ্রণী ব্যাংক, প্রশাসনিক ভবন ও কলা ও মানববিদ্যা অনুষদ (পুরোনো) প্রদক্ষিণ করে জারুলতলায় এসে শেষ হয়।

এরপর জারুলতলায় আলোচনা সভা শুরু হয়। সভার শুরুতে কোরআন, গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। একই সঙ্গে চব্বিশের জুলাই মাসে শহীদ শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে এসে বয়কটের ঘোষণা দেন। এ সময় ছাত্রদল প্যানেল থেকে চাকসুর এজিএস নির্বাচিত আইয়ুবুর রহমান তৌফিক এবং হল ও হোস্টেল সংসদের নয়জন প্রতিনিধি মঞ্চে উঠে অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী ও শিক্ষকরা এগিয়ে আসেন। পরে আলোচনা সভা আবার শুরু হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়। 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ