রাঙ্গাবালিতে তরুণী ও পিতাকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজ ইউনিয়নে এক তরুণী ও তার বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা তারিকুল ইসলাম ও তার চাচাতো ভাই সায়মুন মাতব্বরের বিরুদ্ধে। আহতরা বর্তমানে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ভুক্তভোগী গলাচিপা ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ২৩ বছর বয়সী ডায়না আক্তার এবং তার ৭০ বছর বয়সী পিতা রহিম খাঁ। ঘটনার সময় তারা স্থানীয় স্লুইস বাজার এলাকায় ছিলেন।
ডায়না আক্তার অভিযোগ করেছেন, স্থানীয় বিএনপি নেতা রেজাউল মাতব্বরের ছেলে সায়মুন মাতব্বর তার প্রতি অশ্লীল অঙ্গভঙ্গি করেন। প্রতিবাদ করলে সায়মুন লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করেন। প্রতিবাদ করায় তার বাবাকেও মারধরের শিকার হতে হয়। অভিযোগ অনুযায়ী, ছাত্রদল নেতা তারিকুল ইসলামও হামলায় যোগ দেন।
ডায়না জানিয়েছেন, এর আগে সায়মুন তার উপর জোরপূর্বক প্রহার করেছেন এবং স্থানীয়দের কাছে বিচার চাইলেও কোনো প্রতিকার পাননি, কারণ অভিযুক্তের পরিবার প্রভাবশালী। পরে স্থানীয় বিএনপি নেতারা মামলা না করার জন্য চাপ দিচ্ছেন এবং সালিশি মীমাংসার প্রস্তাব দিচ্ছেন।
স্থানীয়রা জানান, তারিকুল ইসলাম চরমন্তাজ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির মাতব্বরের ছেলে এবং সায়মুন স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতার সন্তান। তারিকুল দাবি করেছেন, ডায়না ঘটনার সময় তার চাচিকে গালাগালি করেছিলেন, তাই তিনি ও তার চাচাতো ভাই ক্ষিপ্ত হয়ে হামলা করেছেন। তারিকুল আরও জানিয়েছেন, হামলায় সায়মুনও আহত হয়েছেন এবং বর্তমানে হাসপাতলে ভর্তি রয়েছেন।
চরোমন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল মুন্সি বলেন, 'তরুণীর ওপর হাত তুলে বড় ধরনের অপরাধ সংঘটিত হয়েছে। জড়িতদের ছাড় দেওয়া হবে না।'
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হাওলাদার জানিয়েছেন, ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে এবং মামলার প্রক্রিয়া শুরু হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে