Views Bangladesh Logo

পিএসজিকে উড়িয়ে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি

Sports Desk

ক্রীড়া ডেস্ক

তিহাস গড়েছে ইংলিশ ক্লাব চেলসি। নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে রোববার রাতে ক্লাব বিশ্বকাপের ফাইনালে ফরাসি জায়ান্ট প্যারিস সাঁ জার্মেইন (পিএসজি)-কে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো এই প্রতিযোগিতার শিরোপা জিতেছে ব্লুজরা।

ম্যাচ শুরুর আগেই চেলসি অধিনায়ক রিস জেমস সতর্কবার্তা দিয়ে বলেছেন, ‘আমরা রিয়াল মাদ্রিদ নই’—ইঙ্গিত ছিল পিএসজি আগের ম্যাচে রিয়ালকে ৪-০ গোলে বিধ্বস্ত করার বিষয়টি। তবে, মাঠে নেমে চেলসিও প্রমাণ করে দেয়, তারা সত্যিই ভিন্ন কিছু।

প্রথমার্ধেই ম্যাচ নিজেদের করে নেয় চেলসি। ২২তম মিনিটে মিডফিল্ডার কোল পামারের গোলে এগিয়ে যায় দলটি। এর মাত্র আট মিনিট পর আবারও গোল করেন তিনি। এরপর ৪৩তম মিনিটে সেই পামারই একটি নিখুঁত অ্যাসিস্ট দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রোকে, যেটি থেকে আসে দলের তৃতীয় গোল।

চেলসির মিডফিল্ডে কোল পামার ও এনজো ফার্নান্দেজের নিয়ন্ত্রণে পিএসজি পুরোপুরি চাপে পড়ে যায়। লুইস এনরিকের দল গোলের জন্য উল্লেখযোগ্য কোনো সুযোগই তৈরি করতে পারেনি। পুরো ম্যাচজুড়ে চেলসি দাপটের সঙ্গে খেলেছে, আক্রমণ ও রক্ষণ—উভয় বিভাগেই ছিল নিখুঁত।

এই জয়ের মাধ্যমে চেলসি ভেঙে দিল দীর্ঘদিনের একধরনের রীতি, যেখানে ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ জয়ীরাই নিয়মিত ক্লাব বিশ্বকাপ জিতে আসছিল। কিন্তু এবার হলো ভিন্ন কিছু।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ