ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে চেলসি-ফ্লুমিনেন্স
ফিফা ক্লাব বিশ্বকাপে সেমিফাইনালে যায়গা করে নিয়েছে ইংলিশ ক্লাব চেলসি ও ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। কোয়ার্টার ফাইনালে দুটি ম্যাচেই দেখা গেছে জমজমাট লড়াই। একদিকে ফ্লুমিনেন্স ২-১ গোলে হারিয়েছে সৌদি ক্লাব আল হিলালকে, অন্যদিকে চেলসি ২-১ ব্যবধানে হারিয়েছে ব্রাজিলের আরেক ক্লাব পালমেইরাসকে।
চেলসি-পালমেইরাস ম্যাচের প্রথমার্ধে আধিপত্য বিস্তার করে চেলসি। ১৬ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন তরুণ মিডফিল্ডার কোলে পালমার। তবে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে পালমেইরাস। ৫৩ মিনিটে ১৮ বছর বয়সী এস্তেভাও উইলিয়ামস দুর্দান্ত বাঁ-পায়ের শটে গোল করেন। শিগগিরই যিনি চেলসিতে যোগ দিচ্ছেন, সেই ক্লাবের বিপক্ষেই তার প্রথম গোলটি আসে।
তবে ম্যাচের ৮৩ মিনিটে গোলরক্ষক ওয়েভারটনের ভুলে আবারও পিছিয়ে পড়ে পালমেইরাস। চেলসির লুইস গুস্তর নিচু শট ডিফেন্ডারের পায়ে লেগে সামান্য দিক বদলায় এবং ওয়েভারটনের হাত ফসকে জালে চলে যায়। সেই ভুলেই ২-১ ব্যবধানে জয় তুলে নেয় ইংলিশ ক্লাবটি।
অন্যদিকে, আল হিলালের বিপক্ষে প্রথমার্ধে ম্যাথিউস মার্টিনেল্লির গোলে এগিয়ে যায় ফ্লুমিনেন্স। দ্বিতীয়ার্ধে গোল শোধ করেন আল হিলালের মার্কোস লিওনার্দো। তবে বদলি খেলোয়াড় হারকিউলিস ৭০ মিনিটে গোল করে জয় নিশ্চিত করেন ফ্লুমিনেন্সের।
এই দুই ম্যাচের ফলে সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে চেলসি ও ফ্লুমিনেন্স। ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের চার দলের মধ্যে এখন শুধু ফ্লুমিনেন্সই টিকে রইল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে