দুদিন পর চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পুনরায় শুরু

দুদিনের স্থবিরতা কাটিয়ে আজ সোমবার (৩০জুন) সকাল থেকে চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। জাহাজ থেকে কনটেইনার খালাস এবং বেসরকারি ডিপো থেকে রপ্তানি পণ্য লোডের কাজ চলছে।
‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ডাকা শাটডাউন কর্মসূচির কারণে শনিবার থেকে রোববার রাত পর্যন্ত দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ ছিল। এতে কাস্টমস অনুমোদন না থাকায় চট্টগ্রাম বন্দরের কার্যক্রমও অচল হয়ে পড়ে।
রোববার রাত সাড়ে ৯টায় ঢাকায় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকের পর কর্মসূচি প্রত্যাহার করে পরিষদ। এরপর রাতেই কিছু কার্যক্রম শুরু হলেও, আজ পুরোপুরি সচল হয় বন্দর।
চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার সাইদুল ইসলাম গণমাধ্যমকে জানান, আজ সকাল থেকে সব কার্যক্রম পুরোদমে চালু হয়েছে। বন্দরসচিব ওমর ফারুকও বলেন, কাস্টমস কর্মকর্তারা কাজে ফেরায় আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক হয়েছে।
সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল আলম জানান, দুই দিন কার্যক্রম বন্ধ থাকায় জট তৈরি হয়েছিল। তবে পূর্ণমাত্রায় কার্যক্রম শুরুর ফলে কয়েক দিনের মধ্যেই বন্দর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে