চট্টগ্রামে পবিত্র আশুরায় তাজিয়া মিছিলে শোকের আবহ
পবিত্র আশুরা উপলক্ষে কারবালার শোকস্মৃতি ধারণ করে চট্টগ্রামে তাজিয়া মিছিল করেছে শিয়া সম্প্রদায়ের মুসলমানরা। রোববার (৬ জুলাই) নগরীর সদরঘাট ইমামবাড়া থেকে শোকের এই মিছিল শুরু হয়।
সদরঘাট ইমামবাড়ার পেশ ইমাম মাওলানা আমজাদ হোসেনের নেতৃত্বে মিছিলটি নিউমার্কেট, জিপিও, কোতোয়ালি মোড় ও আলকরণ এলাকা প্রদক্ষিণ করে আবার ইমামবাড়ায় ফিরে আসে।
মিছিলে চট্টগ্রামের শিয়া সম্প্রদায়ের বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। তাদের পরনে ছিল কালো পোশাক, হাতে ছিল কালো পতাকা, পাঞ্জা ও ব্যানার যা শোকের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা বুক চাপড়ে আহাজারি করেন সঙ্গে ইসলামী সংগীত ও কারবালার পুঁথি পাঠ করেন। এ সময় কারবালার প্রান্তরে শহীদ ইমাম হোসাইন (রা.) ও তার অনুসারীদের স্মরণে তারা গভীর শোক ও শ্রদ্ধা জানান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে