Views Bangladesh Logo

চট্টগ্রামে মাদার তেরেসা অ্যাওয়ার্ড–২০২৬ প্রদান

ট্টগ্রামের ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে মাদার তেরেসা অ্যাওয়ার্ড–২০২৬ প্রদান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গ্রিন লিফ কালচারাল ফোরাম ও মাদার তেরেসা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি মানবিকতা, সমাজসেবা ও গুণীজনের অবদানের স্বীকৃতিতে সমৃদ্ধ ছিল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তসলিম হাসান হৃদয় ও যেরিন সুবা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ‘আমাদের আলোকিত সমাজ’–এর চেয়ারম্যান এ আর এম এবং বিশেষ অতিথি ছিলেন অভিনেত্রী রেনু রোজিনা, সংগীতশিল্পী রবি চৌধুরী, মানবিক পুলিশ মো. শওকত হোসেন পিপিএমসহ বহু সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

পবিত্র কুরআন তেলাওয়াত, শহীদ স্মরণে এক মিনিট নীরবতা এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। মানবিক ও সামাজিক অবদানের স্বীকৃতি হিসেবে মোট ৩৫টি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়।

বিশেষ সম্মাননা ‘রত্নগর্ভ মা’ পান কামরুল কায়েস চৌধুরীর মা, এছাড়া সম্মাননা পান রেনু রোজিনা, রবি চৌধুরী, শওকত হোসেন পিপিএম, জাহিদুল করিম কচি, জাবেদ নাসিম এবং ফুলের হাসি ফাউন্ডেশন (সেরা মানবিক সংগঠন)। অনুষ্ঠান শেষে আলমগীর হোসেন আলোর তত্ত্বাবধানে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

রেনু রোজিনা অনুষ্ঠানে বলেন, যে দেশে গুণীর কদর নেই, সেই দেশে গুণীর জন্ম হয় না। এখানে এসে আমি আনন্দিত।

তসলিম হাসান হৃদয় বলেন, আমরা সবসময় সমাজের ভালো কাজকে মূল্যায়ন করতে চাই। এই সম্মাননা আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, মাদার তেরেসা অ্যাওয়ার্ড–২০২৬ ছিল মানবিকতা ও সামাজিক মূল্যবোধকে সামনে রেখে এক অনন্য আয়োজন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ