চর্যাপদ পুনর্জাগরণ উৎসব শুরু
চর্যাপদের গানের পুনর্জাগরণের এক যুগ পূর্তি উপলক্ষে তিনদিনব্যাপী 'চর্যাপদ পুনর্জাগরণ উৎসব ২০২৫' আয়োজন করেছে ভাবনগর ফাউন্ডেশন। আজ ৯ জুলাই থেকে শুরু হয়ে ১১ জুলাই পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষ ও স্টুডিও থিয়েটার হলে এ উৎসব অনুষ্ঠিত হবে। দেশ-বিদেশের সাধক, গবেষক ও সংগীতশিল্পীদের অংশগ্রহণে এবার দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে এ উৎসব।
উৎসবের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফ্রান্স থেকে আগত লালন সাধিকা ফকির দেবোরাহ জান্নাত। বিশেষ অতিথি হিসেবে থাকবেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষক ও শিক্ষক ড. কিথ ই কান্তু, বাংলাদেশের চর্যাপদগীতির প্রশিক্ষক সাধিকা সৃজনী তানিয়া এবং ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে আগত শিল্পী বাবুল আক্তার বাচ্চু। শুভেচ্ছা বক্তব্য রাখবেন লার্নিং বুক ডিজাইনার মিখাইল ইদ্রিস।
উদ্বোধনী দিনে সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হবে চর্যাগানের আসর, যেখানে বাংলাদেশের বিভিন্ন জেলার ভাবসাধকগণ অংশ নেবেন। এরপর সেখান থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট পর্যন্ত শোভাযাত্রায় অংশ নেবেন দেশি-বিদেশি অতিথিরা। সন্ধ্যা ৫ টা ৪৫ মিনিটে শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে হবে উদ্বোধনী অনুষ্ঠান এবং রাত ৭টা থেকে স্টুডিও থিয়েটার হলে চলবে চর্যাগানের পরিবেশনা।
উৎসবের দ্বিতীয় দিন ১০ জুলাই সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে বিশেষ সংগীত-সেমিনার ‘চর্যা-সাধনার উত্তরাধিকার: অতীশ-চৈতন্য-লালন’। উৎসবের তৃতীয় ও শেষ দিন ১১ জুলাই বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে চর্যাপদের গানের প্রশিক্ষণ কর্মশালা। সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে সমাপনী আসর এবং রাত ৮টা থেকে প্রশিক্ষণপ্রাপ্তদের সনদ বিতরণ ও শিল্পীদের ক্রেস্ট প্রদান করা হবে। উৎসবে সমাপনী বক্তব্য রাখবেন কবি ফরহাদ মাজহার, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড. সুকোমল বড়ুয়া এবং ড. জিনবধি ভিক্ষু।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে