Views Bangladesh Logo

‘জয় বাংলা’ বা ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বললেই কেউ বিচারক হতে পারবে না: আসিফ নজরুল

শুধু ১০ বছর ‘জয় বাংলা’ বা ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বললেই কেউ বিচারক হতে পারবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, বিচার ব্যবস্থায় বিভিন্ন মহলে নেতিবাচক মন্তব্য ছড়ানো হলেও যথেষ্ট সংস্কার ইতোমধ্যেই হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, কিছু মানুষের কাছে সংস্কার নিয়ে নেতিবাচক কথা যেন উদ্দীপকের মতো। ভিউ বা সাড়া বেশি আসে। ‘কোনো সংস্কার হয়নি’—এটা ঠিক নয়। যদি ১০ ধাপের পরিবর্তন লক্ষ্য ধরি, অন্তত চারটি অর্জন করা সম্ভব হয়েছে। তবে পুলিশ সংস্কার পুরোপুরি সফল হয়নি।

তিনি আরও বলেন, শুধু ১০ বছর ‘জয় বাংলা’ বা ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বললেই কেউ বিচারক হতে পারবে না। উচ্চ আদালতেও কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে, যা নিজেই করবে।

আইন উপদেষ্টা যোগ করেন, বিচার বিভাগের স্বাধীনতার জন্য যা করা দরকার সবই করা হয়েছে। রুল অব ল প্রতিষ্ঠা করতে আরও ৫–১০ বছর সময় লাগবে। আমরা সংস্কারের পথে এগিয়েছি। নির্বাচিত সরকার যদি এই ধারা ধরে রাখে, জনগণ সেই সুফল পাবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ