Views Bangladesh Logo

সিপিবির সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক রতন

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ত্রয়োদশ কংগ্রেসে নতুন নেতৃত্ব ঘোষণা করেছে। ৪৩ সদস্যের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভার পর সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাজ্জাদ জহির চন্দন এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আবদুল্লাহ আল কাফী রতন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনে বেলা ১১টায় অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা বিকাল সোয়া ৪টার দিকে শেষ হয়।

সভাপতি সাজ্জাদ জহির চন্দন আগের কমিটিতে প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ১৯৯৪ থেকে ১৯৯৬ সালে কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন এবং বাংলাদেশ কৃষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

নতুন সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতনও আগে কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ছিলেন। তিনি এক সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর কমিটির সমাজকল্যাণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি ছিলেন।

১৯৮৯-৯০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হল ছাত্র সংসদের প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ক্বাফী বর্তমানে বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির দ্বিতীয় দফা সভাপতি এবং বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতাদের একজন।

নতুন কমিটিতে সভাপতিমণ্ডলীর পদে নির্বাচিত হয়েছেন মুজাহিদুল ইসলাম সেলিম, রফিকুজ্জামান লায়েক, এস এ রশীদ, রাগিব আহসান মুন্না, জলি তালুকদার ও আমিনুল ফরিদ। আগের কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স কেন্দ্রীয় কমিটির সদস্যপদে রয়েছেন।

নতুন নেতৃত্বের অধীনে পার্টি আগামী চার বছরের জন্য রাজনৈতিক কার্যক্রম ও সংগঠন পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ