Views Bangladesh Logo

ছাদখোলা বাসে করে সাবিনা খাতুনদের জয় উদযাপন

Sports Desk

ক্রীড়া ডেস্ক

নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। এই জয়ের পরে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমাসহ বাংলাদেশ নারী ফুটবল দলের বাকি সদস্যরা। এ সময় ছাদ খোলা বাসে করে জয় উদযাপন করতে করতে শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনের উদ্দেশে রওনা দেন সাবিনা খাতুনরা। বিমানবন্দর ত্যাগ করার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কোচ পিটার বাটলার ও অধিনায়ক সাবিনা খাতুন।

জানা গেছে, সাফজয়ী নারী ফুটবলারদের বহনকারী ফ্লাইটটি আজ দুপুর সোয়া ২টার পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপরে তাদেরকে বহনকারী বাসটি বিকাল ৪টার দিকে শাহজালাল বিমানবন্দর থেকে বাফুফে ভবনের উদ্দেশ্যে রওনা করে। সেই সময় সাবিনা খাতুনরা দাঁড়িয়ে তাদের সাফল্য উদযাপন করতে থাকে। অন্যদিকে ভক্তরাও হাত নেড়ে তাদের অভিনন্দন জানায়।

এদিকে ফুটবলারদেরকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাতে বাফুফে ভবনে অপেক্ষা করছিলেন বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। সেখানে বাংলাদেশে নারী ফুটবল দলকে সম্মান জানানো হবে। পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন কোচ ও অধিনায়ক।

এর আগে ২০২২ সালে নেপালকে হারিয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশের নারীরা। সেবারও সাবিনা খাতুন-সানজিদা আক্তারদের জন্য এমন ছাদখোলা বাসের আয়োজন করা হয়েছিল। যদিও মিডফিল্ডার সানজিদা আক্তারের একটি ফেসবুক পোস্ট থেকে অনুপ্রাণিত হয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ