Views Bangladesh Logo

পর্যবেক্ষকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানালেন সিইসি

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন দেশীয় নির্বাচন পর্যবেক্ষণ সংস্থাগুলোকে স্বাধীন ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নিরপেক্ষ ও পেশাদারভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে পর্যবেক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সিইসি নির্বাচন কমিশন ভবনে দেশীয় পর্যবেক্ষণ সংস্থার নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের সঙ্গে এক সংলাপের সভাপতিত্ব করেন। অন্যান্য কমিশনার এবং বিভিন্ন পর্যবেক্ষণ সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, “আমরা দেশের জনগণকে একটি ন্যায়সঙ্গত, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন দিতে চাই। নির্বাচন কমিশনের একমাত্র লক্ষ্য হলো—একটি ন্যায়সঙ্গত, সঠিক ও গ্রহণযোগ্য নির্বাচন। যেভাবেই হোক, আমরা এই কাজটি সম্পন্ন করতে চাই। এবং এজন্য আপনারা সহযোগিতা করবেন।”

পর্যবেক্ষকদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তাদের কাজ ভোটার এবং রাজনৈতিক দলের আস্থা বৃদ্ধি করবে এবং আন্তর্জাতিকভাবে ইতিবাচক বার্তাও প্রদান করবে।

সিইসি পর্যবেক্ষণ সংস্থার প্রধানদের সতর্ক করে বলেন, তাদের নিয়োগকৃত কর্মীরা কখনো পক্ষপাতমূলক হবেন না। তিনি বলেন, যদি পর্যবেক্ষকরা রাজনৈতিক প্ররোচনায় কাজ করেন, তবে পুরো প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ণ হবে। নতুন বা কম অভিজ্ঞ সংস্থাগুলোকে তাদের পর্যবেক্ষক নির্বাচন করার সময় অত্যন্ত সতর্ক থাকার জন্যও তিনি পরামর্শ দিয়েছেন।

পর্যবেক্ষকদের দায়িত্বের সীমা স্পষ্ট করে সিইসি বলেন, তাদের কাজ হলো পর্যবেক্ষণ করা, হস্তক্ষেপ নয়। “আপনি কারো ওপর প্রভাব ফেলতে পারবেন না, আপনাকে কিউ ব্যবস্থা করতে হবে না। আপনি কেবল পর্যবেক্ষণ করবেন এবং সময়মতো রিপোর্ট ও সুপারিশ প্রদান করবেন।”

তিনি আরও বলেন, তাদের রিপোর্ট অবশ্যই নিরপেক্ষ, পেশাদার এবং বাস্তবতার প্রতিফলনমূলক হতে হবে, যা ভবিষ্যতে নির্বাচনী প্রক্রিয়ার সংস্কারে সাহায্য করবে। সিইসি পর্যবেক্ষকদের বাংলাদেশি রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে দায়িত্বশীলভাবে রিপোর্ট প্রস্তুত করার আহ্বান জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ