দুপুরে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সিইসির বৈঠক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
সিইসির ব্যক্তিগত সচিব আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। গত বছরের ৫ আগস্টের পর এটিই সিইসি এবং মার্কিন দূতাবাসের কোনো প্রতিনিধির মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
এর আগে গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি কর্মপরিকল্পনা (রোডম্যাপ) ঘোষণা করে নির্বাচন কমিশন। ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন, একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে কমিশন ২৪টি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
রোডম্যাপ অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করবে ইসি, যা অক্টোবর পর্যন্ত চলবে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বৈঠকটি হওয়ার কথা থাকলেও আগারগাঁও এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে তা স্থগিত করা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে