Views Bangladesh Logo

সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক পরিবেশে আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ও পরামর্শ কামনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, 'নির্বাচন কমিশন একা এই বিশাল দায়িত্ব সম্পন্ন করতে পারে না। বিশেষ করে জাতীয় নেতাদের সহযোগিতা অত্যন্ত জরুরি, কারণ তারাই ভোটারদের সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারেন।'

রোববার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

সিইসি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই কমিশনকে একাধিক বড় ও চ্যালেঞ্জিং কাজ হাতে নিতে হয়েছে। এসব কাজের চাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করতে কিছুটা দেরি হয়েছে বলেও তিনি স্বীকার করেন।

ভোটার তালিকা হালনাগাদ প্রসঙ্গে সিইসি বলেন, প্রায় ৭৭ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে কাজ করেছেন। এতে ২১ লাখ মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে এবং ভোটার তালিকায় নাম বাদ পড়া ৪০ লাখের বেশি নতুন ভোটারকে শনাক্ত করে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ডায়াসপোরা ভোট, বিদেশে কর্মরত সরকারি কর্মকর্তা এবং নির্বাচনী দায়িত্বে থাকা প্রায় ১০ লাখ সদস্যের ভোট নিশ্চিত করতে নেওয়া নতুন উদ্যোগগুলোর কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি কারাবন্দি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করার উদ্যোগের কথাও উল্লেখ করেন।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ বিলম্বে শুরু হওয়ার বিষয়ে তিনি বলেন, 'এত কাজের চাপের কারণে আমরা দিন-রাত ব্যস্ত ছিলাম।' তবে তিনি জানান, নির্বাচনী সংস্কার কমিশন এখেই ৮০টির বেশি সংলাপ করেছে এবং তাদের সুপারিশ বাস্তবায়নের কিছু উদ্যোগ সরকারও নিয়েছে।

আচরণ বিধিমালার বিষয়ে সিইসি বলেন, এটি দীর্ঘদিন ওয়েবসাইটে রাখা হয়েছিল এবং রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে সংশোধন করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আচরণ বিধিমালা যথাযথভাবে পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি রাজনৈতিক নেতাদের এটি মনোযোগ দিয়ে পড়া ও দলীয় পর্যায়ে প্রচারের অনুরোধ জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ