Views Bangladesh Logo

পিআর পদ্ধতি সংবিধানে নেই, আইন পরিবর্তনের ক্ষমতা কমিশনের নেই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি বাংলাদেশের সংবিধান বা জনপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) অন্তর্ভুক্ত নয় এবং বিদ্যমান নির্বাচনি আইন সংশোধনের কোনো এখতিয়ার নির্বাচন কমিশনের (ইসি) নেই।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, আরপিও-তে পিআর পদ্ধতির কোনো বিধান না থাকায় আসন্ন নির্বাচনগুলো বর্তমান পদ্ধতি অনুসারেই হবে। তিনি জোর দিয়ে বলেন, আমরা আইন পরিবর্তন করতে পারব না।

সিইসি আরও বলেন, পিআর পদ্ধতি বাস্তবায়ন করতে হলে আইনের সংশোধন প্রয়োজন এবং আরপিও-তে উল্লিখিত পদ্ধতি পরিবর্তন করতে গেলে সাংবিধানিক সংশোধনেরও দরকার হতে পারে।

নাসির উদ্দিন উদ্বেগ প্রকাশ করে বলেন, সাংবিধানিক পরিবর্তনের বিষয়ে আলোচনা শুরু করলে সমালোচনার সম্মুখীন হতে হবে।

রাজনৈতিক দলগুলোর প্রতি এই ইস্যুতে ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানিয়ে সিইসি বলেন, রাজনৈতিক দলগুলোর একটি সিদ্ধান্ত বা চুক্তিতে আসা উচিত। তারা বুঝতে পারবে যে আমাদের পক্ষে পিআর বাস্তবায়ন করা সম্ভব কিনা। যদি তারা পিআর চান, তবে তাদেরকে বাস্তব সীমাবদ্ধতাগুলোকে অনুধাবন করা উচিত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ