সাদা পাথর ব্যবসায় ১০ হাজার কোটি টাকা নগদ লেনদেন হয়েছে: বিআইডিএস
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক এ কে এনামুল হক জানিয়েছেন, শুধু সাদা পাথরের ব্যবসায়ই প্রায় ১০ হাজার কোটি টাকার নগদ লেনদেন হয়েছে।
রোববার (২৪ আগস্ট) ঢাকা চেম্বার অব কমার্সে অনুষ্ঠিত এক সভায় তিনি এই তথ্য তুলে ধরে বলেন, ব্যাংকিং খাতের বাইরে বিপুল পরিমাণ নগদ লেনদেন হচ্ছে এবং দৈনন্দিন ঘুষের হার ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত পৌঁছেছে, যা অর্থনীতির স্বচ্ছতাকে বাধাগ্রস্ত করছে।
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সচিব মঞ্জুর হোসেন জানান, সাম্প্রতিক সময়ে মুদ্রাস্ফীতি কিছুটা কমেছে এবং প্রায় ৩০ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাংলাদেশের অবস্থানকে কিছুটা শক্তিশালী করেছে। তবে তিনি সতর্ক করে বলেন, মুদ্রাস্ফীতি কমলেও সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি শ্লথ হয়েছে।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সভাপতি তাসকিন আহমেদ উল্লেখ করেন, গত ছয় মাসে রপ্তানি আয় ৩.০৯ শতাংশ কমেছে, অন্যদিকে আমদানি বেড়েছে ৪৬.৮ শতাংশ। তিনি আরও বলেন, বর্তমানে ১২.৫ শতাংশ সুদের হার নতুন বিনিয়োগের জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
সভায় বক্তারা ব্যাংকিং খাতের বাইরে তারল্য সংকট, উচ্চ সুদের হার এবং চলমান দুর্নীতিকে বাংলাদেশের নিকট ভবিষ্যতের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রধান ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে