Views Bangladesh Logo

যশোরে সাংবাদিক হত্যায় মামলা, আসামি অজ্ঞাত

শোরের মনিরামপুরে বরফকল ব্যবসায়ী ও সাংবাদিক রানা প্রতাপ বৈরাগীকে (৪০) প্রকাশ্যে গুলি করে ও গলা কেটে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহতের বাবা তুষার কান্তি বৈরাগী বাদী হয়ে মঙ্গলবার দুপুরে মনিরামপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি করেন। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সোমবার সন্ধ্যায় কপালিয়া বাজারে বরফকল থেকে ডেকে নিয়ে রানা প্রতাপকে পাশের একটি গলিতে নিয়ে যায় তিন দুর্বৃত্ত। কাছ থেকে মাথায় গুলি করে ও গলা কেটে তারা পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের বাসিন্দা ছিলেন। কপালিয়া বাজারে বরফকলের পাশাপাশি কাটাখালী বাজারে তার একটি মাছের আড়ত ছিল। এছাড়া তিনি নড়াইল থেকে প্রকাশিত ‘দৈনিক বিডি খবর’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।

ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মঙ্গলবার সন্ধ্যায় কেশবপুরের স্বরূপকাঠি মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়। নিহতের বাবা তুষার কান্তি বৈরাগী বলেন, তার ছেলের কোনো প্রকাশ্য শত্রু ছিল না; স্বার্থগত কোনো কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন তিনি। দ্রুত বিচার দাবি করেন তিনি।

মনিরামপুর থানার ওসি মো. রজিউল্লাহ খান জানান, মামলায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে, তবে সংখ্যা উল্লেখ নেই। হত্যার কারণও এখনো স্পষ্ট নয়; তদন্ত চলছে।

স্থানীয় কয়েকজন জানান, রানা প্রতাপ অতীতে একসময় চরমপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং ১০–১২ বছর আগে একটি মামলায় তিনি কারাভোগ করেন। পরে জামিনে বের হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। পুলিশ জানায়, তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও বিস্ফোরক দ্রব্য আইনে তিনটি মামলা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ