‘জয় বাংলা’ স্লোগানের জেরে চট্টগ্রামে কনসার্টে সংঘর্ষের ঘটনায় মামলা
চট্টগ্রামের জিইসি মোড়ের কাছে জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এক কনসার্টে ‘শেখ হাসিনা-শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মামলা করা হয়েছে। রোববার সকালে খুলশী থানায় মামলাটি দায়ের করা হয়।
মামলায় ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হওয়া ১০ শজনকে আনুষ্ঠানিকভাবে আটক দেখানো হয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বলেছেন, “শনিবার রাত সাড়ে ৮টার দিকে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”
সিএমপি সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। ফলে মো. রাজু (৩৩), আল হোসেন কালু (২৫) এবং নাজির শরীফ (২৩) নামে তিনজন আহত হন। তাদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এক প্রত্যক্ষদর্শীর মতে, আর্টসেল ব্যান্ড দুটি গান পরিবেশন করার পর আয়োজকরা জানান যে, তারা আর অনুষ্ঠান চালিয়ে যেতে পারবে না। মাগরিবের আজানের কিছুক্ষণ আগে কনসার্টের সামনের দিকে থাকা এক দল যুবক স্লোগান দিতে শুরু করে। এতে অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও সংঘর্ষ শুরু হয় ফলে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।
সংঘর্ষের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে কনভেনশন সেন্টারের মূল ফটক ভাঙচুরের চেষ্টার দৃশ্য দেখা যায়। ভিডিওতে আরও দেখা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা ফাঁকা গুলিও ছুড়ে।
এ ব্যাপারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) শ্রীমা চাকমা বলেন, “হোন্ডা আয়োজিত এই কনসার্টের জন্য আনুষ্ঠানিকভাবে কোনো অনুমতি নেয়া হয়নি। কিছু উচ্ছৃঙ্খল যুবক ভাঙচুর শুরু করলে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে