Views Bangladesh Logo

গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদাবাজির অভিযোগে ছাত্রনেতাদের বিরুদ্ধে মামলা

 VB  Desk

ভিবি ডেস্ক

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদা দাবি ও টাকা নেওয়ার অভিযোগে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর পাঁচ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গুলশান থানা পুলিশ তাদের গ্রেপ্তার করেছে এবং মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে রোববার (২৭ জুলাই) নিশ্চিত করেছে পুলিশ।

গুলশান থানার ডিউটি অফিসার আনজুমান আরা জানান, ভুক্তভোগী শাম্মী আহমেদ নিজেই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

গ্রেপ্তার পাঁচজন হলেন—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকদাওন ও সাদাব, সিনিয়র সংগঠক আবদুর রাজ্জাক বিন সুলাইমান ও আমিনুল ইসলাম।

পুলিশ জানায়, অভিযুক্তরা নিজেদের সংগঠনের সমন্বয়ক পরিচয়ে প্রথমে শাম্মী আহমেদের স্বামীর কাছে ৫০ লাখ টাকা দাবি করেন। ঘটনার সময় তিনি বাসায় অনুপস্থিত ছিলেন। তবে তার আগেই অভিযুক্তরা ওই বাসা থেকে ১০ লাখ টাকা নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

শনিবার সন্ধ্যায় অভিযুক্তরা ফের শাম্মী আহমেদের বাসায় যান স্বর্ণালঙ্কার নেওয়ার জন্য। এ সময় পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হলে, গুলশান থানা পুলিশ গিয়ে তাদের ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে।

পুলিশ বলছে, তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ