Views Bangladesh Logo

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

 VB  Desk

ভিবি ডেস্ক

‘জুলাই যোদ্ধা’ জাহাঙ্গীর আলমকে মারধর ও নির্যাতনের অভিযোগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১০ জন কর্মকর্তার বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা করা হয়েছে।

ভুক্তভোগী নিজেই বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুজ্জামানের আদালতে এ মামলা দায়ের করেন। আদালত মামলা গ্রহণ করে শাহবাগ থানার ওসি-কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী ইলতুৎমিশ সৌদাগর আনি।
মামলার আসামিরা হলেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিনিয়র ভেরিফিকেশন অফিসার ইফতেখার হোসেন, কর্মকর্তা সাইদুর রহমান শহিদ, সাগর, আফজালুর রহমান সায়েম, ফাতেমা আফরিন পায়েল, আলিফ, জাহিদ, মেহেদি হাসান প্রিন্স, নির্বাহী সদস্য সাবরিনা আফরোজ শ্রাবন্তী এবং সোনিয়া আক্তার লুবনা।

মামলার বিবরণে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী ও জুলাই যোদ্ধা জাহাঙ্গীর আলম গত বছরের ১৮ জুলাই কাঁচপুর ব্রিজের কাছে পুলিশের গুলিতে আহত হন।

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সহায়তায় জুলাই স্মৃতি ফাউন্ডেশন সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

পরে, চলতি বছরের ২৭ মে দুপুরে জাহাঙ্গীর আলম অনুদানের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে জুলাই ফাউন্ডেশনের অফিসে যান। সেখানে অভিযুক্তদের সঙ্গে সাক্ষাতের পর তারা তাকে একটি অন্ধকার ঘরে নিয়ে গিয়ে মারধর শুরু করেন। মাথায় জিআই পাইপ দিয়ে আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন। জ্ঞান ফিরে আসার পর আবারও তাকে নির্যাতন করা হয় এবং ভুয়া জুলাই যোদ্ধা হিসেবে স্বীকার করতে চাপ দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্তরা তার মোবাইল ফোন কেড়ে নিয়ে ফেসবুক পোস্ট ও ছবির বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং জানতে চান কেন তিনি একজন বিএনপি নেতার সঙ্গে ছবি তুলেছেন। পরে তারা তাকে ইনজেকশন প্রয়োগ করে অচেতন অবস্থায় রাস্তায় ফেলে যায়। পরবর্তীতে তিনি নারায়ণগঞ্জ খানপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ