স্যাটায়ার কার্টুন পেইজ ইয়ার্কির বিরুদ্ধে মামলার প্রতিবাদ
কার্টুনিস্ট ও উন্মাদ ম্যাগাজিনের সম্পাদক আহসান হাবীব ইয়ার্কির বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে নাগরিক কোয়ালিশনের আয়োজনে ‘স্যাটায়ার, মিম ও কার্টুন-মতপ্রকাশ নাকি মর্যাদাহানি’ শীর্ষক সভায় তিনি এসব কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন লেখক সুমন রহমান, লেখক ফিরোজ আহমেদ, আইনজীবী সারা হোসেন, কার্টুনিস্ট সিমু নাসের ও কার্টুনিস্ট মেহেদী হক। আহসান হাবীব বলেন, “আমাদের চারপাশে অনেক সমস্যা থাকলেও হাসতে হবে, কারণ হাসাটা জরুরি। ইয়ার্কির বিরুদ্ধে মামলা আমাদের সমাজের জন্য হুমকি। আমরা একটি সুস্থ ও সুন্দর সমাজ চাই।”
তিনি আরও বলেন, উন্মাদ ম্যাগাজিনে ফিচার কার্টুন বেশি থাকে; পলিটিক্যাল কার্টুন কম প্রকাশিত হত। তবে পলিটিক্যাল বিষয়গুলো আমরা ফিচার কার্টুনের মধ্যে রাখার চেষ্টা করতাম। মামলার কারণে এখন অনেক বিষয়ে সাবধানভাবে কাজ করতে হচ্ছে।
বক্তারা বলেন, স্যাটায়ার, মিম ও কার্টুন বাংলাদেশের সংস্কৃতিতে দীর্ঘদিন ধরে মতপ্রকাশের শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করছে। বিগত সরকারের সময়ও যখন মূলধারার গণমাধ্যম নীরব ছিল, তখন মিম ও কার্টুন পেজগুলো ঝুঁকি নিয়ে সরকারের সমালোচনা করেছে। জুলাই গণ অভ্যুত্থানের সময়ও মিম, কার্টুন ও স্যাটায়ার আন্দোলনের গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছিল।
তারা আরও জানান, ২ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি সাদিক কায়েম কিছু মিম, স্যাটায়ার ও কার্টুন পেজের নামে মামলা দায়ের করেন। এতে মতপ্রকাশ ও বাক-স্বাধীনতার ওপর নতুন হুমকি তৈরি হয়েছে। বক্তারা দাবি করেন, এই হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করা হোক এবং কনটেন্ট নির্মাতাদের আইনি সুরক্ষা নিশ্চিত করা হোক। পাশাপাশি রাষ্ট্রের কাছে সকল সময়ের জন্য বাক-স্বাধীনতা রক্ষায় বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে