Views Bangladesh Logo

হংকংয়ে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ল প্লেন, নিহত ২

 VB  Desk

ভিবি ডেস্ক

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি কার্গো প্লেন রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে যায়। এতে বিমানবন্দরের দুই কর্মী নিহত হয়েছেন। সোমবার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

দুর্ঘটনাকবলিত এমিরেটসের ফ্লাইট ইকেএ ৯৭৮৮ পরিচালনা করছিল তুরস্কের কার্গো এয়ারলাইন এয়ার এ সি টি। প্লেনটি দুবাই থেকে হংকং পৌঁছায় স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে। উত্তর দিকের রানওয়েতে নামার সময় একটি যানবাহনের সঙ্গে ধাক্কা লেগে এটি দুর্ঘটনার কবলে পড়ে।

হংকং সিভিল অ্যাভিয়েশন বিভাগ জানিয়েছে, সাগরে পড়ে যাওয়া দুই গ্রাউন্ড স্টাফকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তারা বাঁচেননি। তবে প্লেনে থাকা চারজন ক্রু সদস্য জীবিত আছেন এবং চিকিৎসাধীন।

দুর্ঘটনার পর সংশ্লিষ্ট রানওয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, যদিও বিমানবন্দরের অন্যান্য রানওয়ে সচল রয়েছে। উদ্ধার অভিযানে হেলিকপ্টার ও ফায়ার সার্ভিসের নৌযান অংশ নেয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ