Views Bangladesh Logo

কিশোরীকে ধর্ষণের দায়ে কেয়ারটেকারের যাবজ্জীবন কারাদণ্ড

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকার কেরানীগঞ্জে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ভাড়া বাড়ির কেয়ারটেকার আবু সাঈদ মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই অর্থ দিতে ব্যর্থ হলে তাকে আরও এক বছর কারাভোগ করতে হবে।


দণ্ডপ্রাপ্ত আবু সাঈদ মোল্লা (৫৫) খুলনার দিঘলিয়া থানার চাঁদনিমহল গ্রামের হামিদ মোল্লার ছেলে। চার বছর আগে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগরে ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি হয়।


ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সি মো. মসিউর রহমান বুধবার (৩ সেপ্টেম্বর) এই রায় ঘোষণা করেন। 


রায় শোনাতে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা আবু সাঈদ মোল্লাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানা দিয়ে ফের কারাগারে পাঠানো হয়েছে তাকে।


রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এরশাদ আলম জানান, আসামির স্থাবর বা অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার টাকা আদায় এবং ভুক্তভোগীকে দিতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

মামলায় বলা হয়েছে, ‘ওই কিশোরীর পরিবার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগরে ছোট মসজিদের পাশে একটি ভাড়া বাড়িতে থাকত। সাঈদ মোল্লা ওই বাড়ির কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। তিনি প্রায়ই ভুক্তভোগীকে কুপ্রস্তাব দিতেন। ২০২১ সালের ২ আগস্ট দুপুর ২টার দিকে মেয়েটি তার ভাইকে খুঁজতে নিচে গেলে সাঈদ মোল্লা তাকে জোর করে ছাদে নিয়ে ধর্ষণ করেন। এরপর ২৩ সেপ্টেম্বর হুমকি দিয়ে তাকে আবারও ধর্ষণ করেন। পরে মেয়েটি তার পরিবারকে
ঘটনাটি জানালে পরদিন তার মা থানায় মামলাটি করেন।


দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক আলী জিন্নাহ মামলাটির তদন্ত করে পরের বছরের ৩১ আগস্ট সাঈদ মোল্লার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

এরপর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। বিচার চলাকালে আটজন সাক্ষীর সাক্ষ্য নেন ট্রাইব্যুনাল। যুক্তিতর্ক উপস্থাপনের আগে আত্মপক্ষ সমর্থন করেন আসামিও।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ