Views Bangladesh Logo

গোপালগঞ্জে গণপূর্ত অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ, গাড়িতে আগুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে গোপালগঞ্জে গণপূর্ত অফিসে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোররাতে অজ্ঞাত দুর্বৃত্তরা অফিস প্রাঙ্গণে একাধিক পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে সেখানে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আগুন ধরে যায়।

গণপূর্ত অফিসের নিরাপত্তাকর্মী আব্দুল রাহিম জানান, গভীর রাতে হঠাৎ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পান তিনি। পরে দেখা যায়, অফিস প্রাঙ্গণে একটি গাড়িতে আগুন লেগে গেছে। দ্রুত অন্যান্য কর্মচারীরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে গাড়িটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) ফয়জুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে। সেখানে একটি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ