Views Bangladesh Logo

জাকসুর ফলাফল ঘোষণার নির্দিষ্ট সময় বলা যাচ্ছে না: প্রধান নির্বাচন কমিশনার

 VB  Desk

ভিবি ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে বৃহস্পতিবার সন্ধ্যায় ভোটগ্রহণ শেষ হলেও শুক্রবার রাত পর্যন্ত চূড়ান্ত ফলাফল প্রকাশ করা যায়নি। কবে বা কখন ফলাফল ঘোষণা করা হবে, সে বিষয়ে স্পষ্ট সময় জানাতে পারেননি প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান।

বৃহস্পতিবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল ৫টার মধ্যে শেষ হওয়ার কথা ছিল। তবে কয়েকটি হলে বিলম্ব হওয়ায় ভোট প্রক্রিয়া নির্ধারিত সময়ের অনেক পরে শেষ হয়। শুক্রবার সন্ধ্যা পর্যন্তও ভোট গণনা চলছিল।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান বলেন, ‘আমরা সঠিক সময় বলতে পারছি না, কখন ফল ঘোষণা করা যাবে। সারারাতও লেগে যেতে পারে। কিছু সীমাবদ্ধতা রয়েছে, বিশেষ করে জনবলের ক্ষেত্রে। যারা ভোট গণনায় যুক্ত আছেন, তাদের সংখ্যা সীমিত। তবে আমরা বাড়ানোর চেষ্টা করছি, যাতে আজ রাতেই ফল প্রকাশ করা যায়।’

এর আগে সকালে অধ্যাপক মনিরুজ্জামান বিভিন্ন প্যানেলের প্রার্থীদের সঙ্গে বৈঠক করেন। তাদের মধ্যে ছিলেন শিবির সমর্থিত ‘সম্মিলিত ছাত্র জোট’-এর জিএস প্রার্থী মজহারুল ইসলাম, বাগসাস সমর্থিত ‘স্টুডেন্টস ইউনিটি ফোরাম’-এর ভিপি প্রার্থী আরিফুজ্জামান উজ্জ্বল এবং ‘স্বাধীন ছাত্র কনভেনশন’-এর স্বতন্ত্র ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু।

আলোচনায় কমিশনার বলেন, আমরা চেষ্টা করছি কর্মী বাড়িয়ে প্রক্রিয়াটি দ্রুত শেষ করতে।

ফলাফল ঘোষণায় দেরি হওয়ায় ক্যাম্পাসে শিক্ষার্থী ও প্রার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতি আনার দাবি জানাচ্ছেন।

জাকসু নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। এর প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে। কেন্দ্রীয় সংসদে মোট ২৫টি পদে লড়েছেন ১৭৭ জন প্রার্থী।

ভিপি পদে ৯ ও জিএস পদে ৮ জন প্রার্থী ছিলেন। ছাত্রীদের ১০টি আবাসিক হলে ১৫০টি পদের মধ্যে ৫৯টিতে কোনো প্রার্থী ছিলেন না। একজন করে প্রার্থী ছিলেন ৬৭টি পদে। সে হিসেবে মাত্র ২৪টি পদে ভোট নেয়া হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ