Views Bangladesh Logo

Mymensingh City Election

ময়মনসিংহ সিটি নির্বাচন: প্রচারণায় নানা প্রতিশ্রুতি

স্মার্ট সিটি গড়ার অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ব্যাপক গণসংযোগ চলছে। ইতোমধ্যে প্রার্থীদের পোস্টার, ব্যানারে উৎসবের আবহ সৃষ্টি হওয়ার পাশাপাশি জমে উঠেছে ভোটের লড়াই।

প্রচারণায় পাঁচ মেয়র প্রার্থীই আধুনিক ও স্মার্ট সিটি গড়ার অঙ্গীকার করে ভোটারদের কাছে যাচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।

মসিক নির্বাচনে পাঁচজন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন- সদ্য সাবেক মসিক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি মোঃ ইকরামুল হক টিটু (টেবিল ঘড়ি), জেলা আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম (ঘোড়া), জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাদেকুল হক খান মিল্কি (হাতি) জাতীয় পার্টির মোঃ শহিদুল ইসলাম (লাঙ্গল) ও কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সদস্য মোঃ রেজাউল হক (হরিণ)।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) মোঃ ইকরামুল হক টিটু নগরীর নতুন ৩১নং ওয়ার্ডে গণসংযোগ ও পথসভায় বলেছেন, “নগরবাসীর উন্নয়নে একটি সমৃদ্ধ সিটি কর্পোরেশন উপহার দিতে বিগত ৫ বছর আমি আমার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি। তাই স্মার্ট বাংলাদেশ গঠনের অংশ হিসেবে নতুন দিনের ময়মনসিংহকে একটি সমৃদ্ধ নগরে রূপ দিতে আমাকে ‘টেবিল ঘড়ি’ মার্কায় ভোট দিয়ে পুনরায় আপনাদের সেবা করার সুযোগ দিন।”

একই দিন, ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ‘হাতি’ মার্কার স্বতন্ত্র প্রার্থী সাদেকুল হক খান মিল্কি নগরীর সানকিপাড়া ও ২৪নং ওয়ার্ডে গণসংসযোগ ও পথসভা করেছেন।

তিনি তার নির্বাচনি ইশতেহারে নানা প্রতিশ্রুতি দিয়েছেন। যেমন- ময়মনসিংহ সিটিকে স্মার্ট হিসেবে গড়ে তোলা, হোল্ডিং ট্যাক্স সামঞ্জস্যপূর্ণ করা, নগরী যানজট ও বায়ুদূষণ মুক্ত করা, গুরুত্বপূর্ণ সড়কে ওভারব্রিজ ও ফ্লাইওভার নির্মাণ, জলাবদ্ধতা দূর করতে ড্রেনেজ সিস্টেম আধুনিক, প্রশস্ত ও উন্নত করা, ময়মনসিংহ মেডিকেল কলেজকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার উদ্যোগ নেওয়া, আন্তঃজেলা বাস টার্মিনাল সুবিধাজনক স্থানে স্থানান্তর করা, ব্রহ্মপুত্র নদ ড্রেজিং করে নাব্য ফিরিয়ে আনা, নদের তীর দিয়ে ওয়াকওয়ে নির্মাণ, শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা, পরিকল্পিতভাবে পার্ক ও পাবলিক টয়লেট নির্মাণ, আনন্দ মোহন কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা ইত্যাদি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ