Views Bangladesh Logo

চট্টগ্রামে করোনায় আক্রান্ত ক্যান্সার রোগীর মৃত্যু

ট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন রোগীর মৃত্যু হয়েছে। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ৭১ বছর বয়সী ফজিলাতুন্নেছা শুক্রবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শনিবার (২১ জুন) দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, মৃত নারী বাকলিয়া এলাকার বাসিন্দা। কোভিড পজিটিভ ধরা পড়ার পর গত মঙ্গলবার তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। তার পূর্বেই ফুসফুসের ক্যান্সার ছিল।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২ জন এপিক হেলথ কেয়ারে, ৩ জন শেভরনে এবং ১ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শনাক্ত হন। চলতি মাসে এখন পর্যন্ত ৬২ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২ জন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ