Views Bangladesh Logo

প্রাথমিকে সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ বাতিল সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত: উদীচী শিল্পীগোষ্ঠী

 VB  Desk

ভিবি ডেস্ক

দীচী শিল্পীগোষ্ঠী প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্তকে সরকারের 'আত্মঘাতী' সিদ্ধান্ত হিসেবে অভিযোগ করেছে। সংগঠনটি মনে করছে, এ সিদ্ধান্তের মাধ্যমে দেশের শিক্ষার্থীরা সাম্প্রদায়িক মনোভাবাপন্ন হয়ে উঠতে পারে। এজন্য তারা দেশজুড়ে পক্ষকালব্যাপী প্রতিবাদী কর্মসূচি ঘোষণা করেছে।

শনিবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খা হলে সংবাদ সম্মেলনে উদীচীর পক্ষ থেকে এ দাবি জানানো হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহমুদ সেলিম, সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে এবং মাঞ্জার হোসেন, কামরুজ্জামান ভূঁইয়া, সুজিত মোস্তফা, মহাদেব ঘোষ, তুষার চন্দ্র ও ড. মকবুল হোসেন প্রমুখ।

মাহমুদ সেলিম বলেন, 'দেশের কিছু গোষ্ঠী ধর্মের নামে মিথ্যাচার ও ভণ্ডামি করছে। তারা ধর্মকে সংস্কৃতির মুখোমুখি দাঁড় করাতে চায়। আমরা তা হতে দেব না।'

সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে লিখিত বক্তব্যে বলেন, 'প্রাথমিক পর্যায়ে সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষক বাতিল করা সুদূরপ্রসারী চক্রান্তমূলক রাজনৈতিক সিদ্ধান্তের অংশ। আমরা জানতে পেরেছি, আগামীতে চারুকলা, নৃত্যকলা ও সংগীত শিক্ষাও পাঠ্যক্রম থেকে বাদ দিতে চাওয়ার পরিকল্পনা রয়েছে। এটি আত্মঘাতী এবং সাম্প্রদায়িক রাজনৈতিক সংকীর্ণতার উদাহরণ।'

বক্তারা আরও বলেন, 'একটি মৌলবাদী গোষ্ঠী তাদের পছন্দ ও অপ্রিয় বিষয় সবার ওপর চাপিয়ে দিতে চাইছে। এটি বাংলাদেশে কখনো সম্ভব নয়। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা এসেছে, তাই সংস্কৃতির বিকাশের পথ বন্ধ করা যাবে না। রবীন্দ্র, নজরুল বা লালনের গান না গাওয়ার হুমকি আমরা মেনে নিতে পারি না। বর্তমান সময়ে ঋতু ভিত্তিক অনুষ্ঠানেও বাধা দেওয়া হচ্ছে।'

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে উদীচী সভাপতি বলেন, 'স্কুলে ধর্ম শিক্ষা ও আরবি শিক্ষা থাকা সত্ত্বেও কিছু ধর্মান্ধ গোষ্ঠী অভিযোগ করছে ধর্ম শিক্ষক নেই, অথচ সঙ্গীত ও শরীরচর্চার শিক্ষক নেই। এটি সম্পূর্ণ বিপরীত পরিস্থিতি এবং আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।'

উদীচী সাধারণ সম্পাদক জানান, পক্ষকালব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দেশের সব জেলা ও শাখা সংসদ উদ্যোগে সাংস্কৃতিক সমাবেশ, মানববন্ধন, গানের মিছিলসহ বিভিন্ন প্রতিবাদী কর্মসূচি পালন করা হবে। এছাড়া কেন্দ্রীয়ভাবে শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান, গোলটেবিল বৈঠক আয়োজন এবং বিশিষ্টজনদের বিবৃতি প্রকাশের মাধ্যমে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ