বাংলাদেশিদের জন্য কানাডার ভিসা কমেছে ৬১ শতাংশ
বাংলাদেশকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ বা ‘রেড লিস্ট’-এ অন্তর্ভুক্ত করার পর বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা অনুমোদনের সংখ্যা নাটকীয়ভাবে কমিয়ে দিয়েছে কানাডা। সরকারি তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে ভিসা অনুমোদনের হার ৬১ শতাংশ কমে গেছে, যা অভিবাসন বিশেষজ্ঞ ও শিক্ষা পরামর্শকদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।
এক সময় কানাডায় বিদেশি শিক্ষার্থীদের অন্যতম প্রধান উৎস ছিল বাংলাদেশ; কিন্তু এখন ভারতের মতোই কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়েছে দেশটি। কানাডা কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত ও নাইজেরিয়ার পাশাপাশি বাংলাদেশ থেকে রাজনৈতিক আশ্রয়ের আবেদন বেড়েছে, যার অনেকগুলোই ভিত্তিহীন বলে সন্দেহ করা হচ্ছে। এ ছাড়াও ভিসার জন্য জমা দেয়া জাল কাগজপত্র ও প্রক্রিয়াগত ভুলের কারণে বাংলাদেশকে চিহ্নিত করা হয়েছে।
কানাডাভিত্তিক অভিবাসন পরামর্শক মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কানাডার রেড লিস্টে রয়েছে। অযোগ্য বা ঝুঁকিপূর্ণ আবেদনকারীদের স্বয়ংক্রিয়ভাবে বাছাই করার জন্য সম্প্রতি নিয়মগুলো পরিবর্তন করা হয়েছে। উদ্দেশ্য হলো আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা ঘোষণা না করে প্রবেশের মানদণ্ড কঠোর করা।”
এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে সব ধরনের ভিসা ক্যাটাগরিতে। হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী কানাডায় পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন—বিশেষ করে সেপ্টেম্বর সেশনে, যা আন্তর্জাতিক ভর্তি মৌসুমের শীর্ষ সময় হিসেবে বিবেচিত।
পর্যটন ও কর্মসংস্থান ভিসার ক্ষেত্রেও অনুমোদনের হার তীব্রভাবে কমেছে। সুস্পষ্ট ব্যাখ্যা ছাড়াই হঠাৎ করে ভিসা বাতিল করার কথা জানিয়েছেন অনেক আবেদনকারী।
শিক্ষা পরামর্শক মাসুমুল কবির বলেন, “অনেক বাংলাদেশি শিক্ষার্থী এখন অনিশ্চয়তায় ভুগছেন। তবে কানাডার বিশ্ববিদ্যালয়গুলো এই সমস্যা সমাধানের জন্য সরকারের সঙ্গে যোগাযোগ করছে। আমরা আশাবাদী, শিগগিরই ইতিবাচক অগ্রগতি হবে।”
কানাডার অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে কানাডায় আশ্রয়ের জন্য বাংলাদেশি নাগরিকদের আবেদনের হার বেড়েছে, যার বেশিরভাগই সন্দেহজনক। এছাড়া জাল নথি এবং প্রক্রিয়াগত ত্রুটিসহ আবেদনগুলো বাংলাদেশি আবেদনকারীদের সামগ্রিক বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ন করেছে।
কর্তৃপক্ষের মতে, ২০২৪ সালে বিশ্বব্যাপী প্রায় ১৫ লাখ পর্যটন ভিসা ইস্যু করা হয়েছে, যা ২০২৩ সালের ১৮ লাখের তুলনায় কম। সবচেয়ে বেশি ভিসা কমেছে সেইসব দেশ থেকে, যেগুলোকে উচ্চ রাজনৈতিক আশ্রয় দাবির উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এমতাবস্থায় ইতোমধ্যে কানাডার সঙ্গে কূটনৈতিক আলোচনায় নেমেছে ভারত। বিশ্লেষকদের মতে, বাংলাদেশকেও দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং কানাডার সঙ্গে আলোচনায় বসে নাগরিকদের জন্য ভিসা পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নিতে হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে