Views Bangladesh Logo

ভোক্তারা সরকারি মূল্যে এলপি গ্যাস কিনতে পারবেন, এ নিশ্চয়তা দিতে পারছি না: বিইআরসি চেয়ারম্যান

রকার নির্ধারিত মূল্যেই ভোক্তারা এলপি গ্যাস কিনতে পারবে, এ নিশ্চয়তা আমরা দিতে পারছি না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ।

রোববার (৪ জানুয়ারি) এলপিজির নতুন মূল্য ঘোষণা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় বিইআরসির সদস্য (গ্যাস) মিজানুর রহমান, সদস্য মো. আবদুর রাজ্জাকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জালাল আহমেদ বলেন, এলপিজি সংক্রান্ত চলমান সমস্যা নিয়ে আজ সচিবালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যেখানে এলপিজি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। ডিস্ট্রিবিউটর পর্যায়ে অতিরিক্ত মূল্য নেওয়ার অভিযোগ নিয়ে সেখানে আলোচনা হবে। এ বিষয়ে বিইআরসিও অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করবে।

তিনি বলেন, কমিশন যে দাম নির্ধারণ করে দেয়, ভোক্তারা সেটিতেই এলপিজি কিনতে পারবেন—এ নিশ্চয়তা দেওয়া কঠিন। আমদানিকারক কোম্পানিগুলোর সব ধরনের ব্যয় হিসাব করেই এলপিজির দাম নির্ধারণ করা হয়। তবে অ্যাসোসিয়েশন দাবি করছে, তারা নির্ধারিত দামেই পণ্য সরবরাহ করছে।

বিইআরসি চেয়ারম্যান আরও বলেন, উচ্চমূল্য রোধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গেও আলোচনা করা হয়েছে, যাতে তারা বাজারে অভিযান জোরদার করে। নির্ধারিত দামের বেশি নেওয়ার অভিযোগ পেলে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জাহাজ সংকটের বিষয়ে জালাল আহমেদ বলেন, পণ্যবাহী জাহাজের সমস্যা মূলত মধ্যপ্রাচ্য থেকে আমদানির ক্ষেত্রে দেখা দিচ্ছে। এ কারণে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে সিঙ্গাপুর থেকে আমদানি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। তিনি জানান, এলসি খোলা সংক্রান্ত জটিলতাও রয়েছে—কিছু কোম্পানি এলসি খুলতে পারলেও সময়মতো পণ্য আনতে পারছে না। এ ধরনের সমস্যায় কেউ পড়লে সরকারের উচ্চপর্যায় থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ