Views Bangladesh Logo

ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচার অভিযান শুরু

 VB  Desk

ভিবি ডেস্ক

গামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার অভিযান শুরু করেছে অন্তর্বর্তী সরকার।

রোববার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রচার অভিযানের প্রথম টিজারে দেশবাসীকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান বিডিআর হত্যাকাণ্ড তদন্ত কার্যক্রমের সমন্বয়ক এবং গুমের শিকারদের পরিবারের প্রতিনিধি, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন খান সুবায়েল বিন রফিক।

টিজারে সুবায়েল বলেন, সেইসব অতীত অধ্যায়কে পিছনে রেখে বাংলাদেশ আজ ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের দিকে এগোচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে আপনাকে দেশের ভবিষ্যৎ ঠিক করতে হবে।

ভিডিওতে আরও বলা হয়, নির্বাচন ২০২৬ দেশের চাবি আপনার হাতে। আপনার ভোটের মাধ্যমে নির্ধারণ করুন কেমন বাংলাদেশ আপনি দেখতে চান।

এর আগে, গত ৫ আগস্ট জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ