Views Bangladesh Logo

নারায়ণগঞ্জে প্রচারণায় বাধার অভিযোগে বিএনপি–জামায়াত সংঘর্ষ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার মোল্লারচর এলাকায় এ ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, প্রচারণায় বাধা দেওয়া নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বাগবিতণ্ডা থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তিনি বলেন, এ ঘটনায় কয়েকজন সামান্য আহত হয়েছেন।

নারায়ণগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ইলিয়াস মোল্লা অভিযোগ করে বলেন, দুপুর সোয়া ১২টার দিকে মোল্লারচর এলাকায় তাদের নারী কর্মীদের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হয়। পরে তিনি ও তার সমর্থকরা ঘটনাস্থলে গেলে স্থানীয় বিএনপি কর্মীরা তাদের ওপর হামলা চালায়।

ইলিয়াস মোল্লা বলেন, আমাদের নারী কর্মীদের ‘জান্নাতের টিকিট’ বিক্রি করতে এসেছে বলে হেনস্তা করা হয়। তাদের নেকাব খুলে প্রচারণা চালাতে বলা হয়। সেখানে আমার প্রধান নির্বাচনী এজেন্ট আজিজুল হকের স্ত্রীও উপস্থিত ছিলেন। এ বিষয়ে কথা বলতে গেলে বিএনপির কর্মীরা আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।

তবে উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের প্রার্থীর ব্যানারের সঙ্গে জামায়াতের ব্যানার স্থাপনকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়েছে। হামলার কোনো ঘটনা ঘটেনি। ছোট বিষয়কে বড় করে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন জামায়াতের প্রার্থী।

নারায়ণগঞ্জ-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমান জানান, ঘটনাস্থলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ফোর্স নিয়ে যান। উভয়পক্ষ বিষয়টিকে ভুল–বোঝাবুঝি হিসেবে দেখছে। তবে কোনো পক্ষ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ওসি মো. আলাউদ্দিন জানান, সন্ধ্যা পর্যন্ত সংঘর্ষের ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ