Views Bangladesh Logo

কল অব ডিউটির সহপ্রতিষ্ঠাতা সড়ক দুর্ঘটনায় নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় ভিডিও গেম কল অব ডিউটি-এর সহপ্রতিষ্ঠাতা ভিন্স জাম্পেলা (৫৫) নিহত হয়েছেন। ইলেকট্রনিক আর্টস (ইএ) এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সময় রোববার লস অ্যাঞ্জেলেসের একটি মহাসড়কে ফেরারি গাড়িতে ভ্রমণ করছিলেন ভিন্স জাম্পেলা। গাড়িতে তাঁর সঙ্গে আরও একজন ছিলেন। দুর্ঘটনার পর গাড়িটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

ইএ-এর এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘এটি অকল্পনীয় ক্ষতি। ভিন্স জাম্পেলার পরিবার, প্রিয়জন এবং যারা তার কাজের মাধ্যমে প্রভাবিত হয়েছেন—সবার প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।’

কর্মকর্তারা জানান, দুর্ঘটনার সময় গাড়িটির যাত্রী আসনে থাকা ব্যক্তি ছিটকে বাইরে পড়ে যান এবং চালক ভেতরে আটকা পড়েন। তবে জাম্পেলাই গাড়িটি চালাচ্ছিলেন কি না এবং ভেতরে থাকা অন্য ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, গাড়িটি কীভাবে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে, তা এখনো জানা যায়নি। দুর্ঘটনার পর গাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

দীর্ঘদিনের সহযোগী জেসন ওয়েস্ট ও গ্র্যান্ট কলিয়ারের সঙ্গে ২০০৩ সালে কল অব ডিউটি গেম তৈরি করেন ভিন্স জাম্পেলা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনাবলি থেকে আংশিক অনুপ্রেরণায় তৈরি এই গেমটি বিশ্বজুড়ে ৫০ কোটির বেশি কপি বিক্রি হয়েছে। কল অব ডিউটি অবলম্বনে একটি লাইভ-অ্যাকশন চলচ্চিত্র নির্মাণের কাজও বর্তমানে চলমান রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ