Views Bangladesh Logo

নরসিংদীতে ডিস ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

রসিংদীতে রিজভী (৩৫) নামে এক ডিস ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ জুন) রাত ১১টার দিকে পৌরসভার পূর্ব ব্রাহ্মন্দী মহিলা মাদরাসার সামনে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত রিজভী রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ এলাকার বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের ছেলে। তিনি আমিরগঞ্জের হাসনাবাদ এলাকায় ডিস ক্যাবল ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে পূর্ব ব্রাহ্মন্দী মহিলা মাদরাসার সামনে রিজভীর ওপর অতর্কিত হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত। প্রথমে তাকে গুলি করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে নরসিংদী সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামিউল বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ