ট্রাম্পকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।
স্বাধীনতার ঘোষণার ২৪৯তম বার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পাঠানো এক চিঠিতে ইউনূস শুভেচ্ছা জানান এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যৌথ গণতান্ত্রিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন।
চিঠিতে প্রধান উপদেষ্টা লেখেন, 'এই শুভ মুহূর্তে আমি আপনাকে এবং আপনার মহান দেশের বন্ধুবৎসল জনগণকে অভিনন্দন জানাচ্ছি।'
তিনি দুই দেশের দীর্ঘকালীন অংশীদারিত্বের কথা উল্লেখ করে বলেন, গত পাঁচ দশকে নানা ক্ষেত্রে উভয় দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক স্থাপিত হয়েছে।
চিঠিতে বলা হয়, 'আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার গণ্ডি ছাড়িয়ে শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন এবং শান্তি ও নিরাপত্তা ইত্যাদি ক্ষেত্রেও সম্প্রসারিত হয়েছে।'
ইউনূস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং এই অংশীদারত্ব আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
চিঠির শেষে তিনি প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমেরিকার জনগণের শান্তি, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে