যুক্তরাজ্যে সংসদীয় প্রতিনিধিদল ও শিল্পনেতাদের সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টার
লন্ডনে উচ্চপর্যায়ের একাধিক বৈঠক করেছেন যুক্তরাজ্যে ৪ দিনের সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (১১ জুন) অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠকে বসেন দেশটির সর্বদলীয় সংসদীয় গ্রুপের প্রতিনিধিরা। আলোচনায় দ্বিপক্ষীয় সহযোগিতা ও সম্পর্ক জোরদারসহ গুরুত্বপূর্ণ খাতে নতুন নতুন সহযোগিতার সুযোগ অন্বেষণে আলোকপাত করা হয়।
আগের দিন মঙ্গলবার (১০ জুন) হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ওয়াটার ভ্যান ওয়ার্শ । তাদের আলোচনা বাংলাদেশের বিমান চলাচল এবং অবকাঠামো খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে কেন্দ্রীভূত ছিল।
পরে উড়োজাহাজ পরিষেবা শিল্পে পারস্পরিক স্বার্থের ক্ষেত্রগুলো অন্বেষণে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন মেনজিস এভিয়েশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলিও।
গত সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে