Views Bangladesh Logo

অপতথ্য প্রতিরোধে ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

 VB  Desk

ভিবি ডেস্ক

ণমাধ্যমে নৈতিকতা রক্ষা ও অপতথ্যের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ ও ‘মত প্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা’ বিভাগের জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা মেহদি বেনচেলাহকে সাক্ষাৎ করার সময় তিনি এই আহ্বান জানান।

এ সময় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও ইউনেস্কোর যৌথভাবে প্রস্তুতকৃত “বাংলাদেশের গণমাধ্যম পরিমণ্ডলের মূল্যায়ন: স্বাধীন, নিরপেক্ষ ও বহুমাত্রিক গণমাধ্যমের দিকে মনোনিবেশ” শীর্ষক প্রতিবেদন প্রকাশের আগাম আলোচনা হয়।

ড. ইউনূস বলেন, “আমরা অধীর আগ্রহে এই প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি।” তিনি দেশের বড় সমস্যা হিসেবে অপতথ্য ও ভুয়া সংবাদকে চিহ্নিত করে বলেন, “শুধু ডিজিটাল মাধ্যম নয়, প্রচলিত গণমাধ্যমও অনেক সময় ভুয়া তথ্য ছড়ানোর উৎস হয়ে দাঁড়িয়েছে।”

তিনি জাতিসংঘের আরও সক্রিয় ভূমিকা কামনা করে বলেন, “শুধু সরকারের সঙ্গে নয়, গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গেও আপনাদের সংলাপ চালাতে হবে।” এছাড়া তিনি একটি স্বাধীন নিয়ন্ত্রণ কাঠামোর প্রয়োজনীয়তাও উল্লেখ করেন, যা ভুয়া তথ্য ছড়ানোকারীদের সতর্ক করবে এবং বিশ্বাসযোগ্যতা ফেরাতে সাহায্য করবে। তার মতে, জাতিসংঘের বক্তব্য বিশ্বব্যাপী গুরুত্ব বহন করে, তাই তাদের সমর্থন অপরিহার্য।

উত্তরে ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজ বলেন, বৃহস্পতিবার (৩ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে গণমাধ্যমের আত্মনিয়ন্ত্রণ, কার্যকারিতা এবং আন্তর্জাতিক মান অনুসরণের বিষয়গুলো তুলে ধরা হবে। তিনি জানান, সরকারি কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা ও বিচার বিভাগের সদস্যদের আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কার্যক্রম নিশ্চিত করতে প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথাও থাকবে।

জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা মেহদি বেনচেলাহ বলেন, প্রতিবেদনে সাংবাদিকদের পেশাগত পরিবেশ, নিরাপত্তা এবং নারী সাংবাদিকদের সুরক্ষাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে, যা বৈশ্বিক পর্যায়ে উদ্বেগের বিষয়।

প্রতিবেদনটি ইউএনডিপির ‘এসআইপিএস’ প্রকল্পের আওতায় এবং ইউনেস্কোর মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যম উন্নয়ন সংক্রান্ত ম্যান্ডেটের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রস্তুত করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ